বাংলাদেশে মাদকাসক্তদের প্রথম চিকিংসা কেন্দ্র “মুক্তি” আনুষ্ঠানিকভাবে চালু হয় ২৭শে ফেব্রুয়ারী, ১৯৮৮ সনে ঢাকার ইস্কাটনে ছোট্ট একটা ভাড়া বাড়ীতে। এক তরুণ গ্রাজুয়েট ডাক্তার আলী আসকার কোরেশী এর প্রতিষ্ঠাতা। আজ “মুক্তি” নিউ এলিফ্যান্ট রোড ১০০ শয্যা বিশিষ্ট দেশের প্রথম ও শীর্ষস্থানীয় প্রাতিষ্ঠানিক মাদকাসক্তি ও মানসিক সমস্যা চিকিংসা কেন্দ্র। বাংলাদেশে মাদকাসক্তি প্রতিরোধ, চিকিংসা এবং পূনর্বাসন সেবা দানের ক্ষেত্রে দৃষ্টান্তমুলক অবস্থান ও সুখ্যাতি অর্জন করতে সক্ষম হয়েছে।

“মুক্তি”র রয়েছে রাষ্টীয় এবং আন্তর্জাতিক স্বীকৃতি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ মালয়েশিয়ায় অবস্খিত International Federation of Non Government Organizations এর স্বীকৃতি ও সহযোগীতা “মুক্তি” বলিষ্ট কাজের মাধ্যমে অর্জন করতে পেরেছে।