পিতা-মাতা/অভিভাবকদেও প্রতি পরামর্শ:
# মাদকাসক্তি ও মানসিক রোগ আর দশটা রোগের মতই যে কোন সময় দেশের যে কোন মানুষের হতে পারে।
# মাদকাসক্তি একটি অত্যন্ত জটিল, মনোদৈহিক, পারিবারিক ও সামাজিক সমস্যা। এ থেকে মুক্তি পাওয়া ততোধিক জটিল ও দীর্ঘ সময় সাপেক্ষ ব্যাপার। তাই প্রয়োজন দীর্ঘদিনের চিকিৎসা, ধৈর্য ও সহিষ্ণুতা।
# সময় মতো সুচিকিৎসার ব্যাস্থা করলে রোগ ভাল হয়ে যায়।
# অবহেলা নয়, রোগীর প্রয়োজন সদয় ও সহানুভূতিশীল আচরণ এবং অবিলম্বে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ।